আজ || শুক্রবার, ০৩ মে ২০২৪
শিরোনাম :
  তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত       তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু       তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা       তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত       তালায় অসুস্থ বন্ধুর জন্য ৩০ হাজার টাকা দিলেন বন্ধুরা       তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী       সাতক্ষীরায় বৈদ্যুতিক খুটিতে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত    
 


কেশবপুরে ইয়াবা-গাঁজাসহ পুলিশের হাতে আটক ২

কেশবপুরে থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। মাদক উদ্ধারের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে।
থানা সুত্রে জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীনের নির্দেশে শুক্রবার রাতে থানার উপপরিদর্শক মাহফুজার রহমান, লিখন কুমার সরকার এবং সহকারী উপ পরিদর্শক মনিরুজ্জামান, নজরুল ইসলাম ও কাজী রহমত সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার প্রতাপপুর ঋষিপাড়া তিন রাস্তার মোড় এলাকা থেকে সাইফুল কবির মিহিনকে আটক করে। ওই সময় তার কাছ থেকে ৭ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। অপর দিকে, একই রাতে পৃথক অভিযানে থানার উপপরিদর্শক অরুপ কুমার বসু, তাপস কুমার রায় ও শেখ আশরাফুল আলম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে পৌর শহরের মধ্যকুল এলাকায় কেশবপুর ফিলিং ষ্টেশনের সামনে থেকে শরীফ খান ওরফে জিল্লুর রহমান (৪২) কে আটক করে। ওই সময় তার কাছ থেকে ১ শ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ। সে পৌর শহরের মধ্যকুল এলাকার এনামুল হকের ছেলে।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন বলেন, মাদক সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। আটককৃতদের শনিবার যশোর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, কেশবপুর উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যহত থাকবে।


Top