আজ || বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
শিরোনাম :
  তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন       অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       তালায় বন্ধ রয়েছে পল্লী বিদ্যুতের কার্যক্রম ॥  সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা         তালায় ১১৫ জন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ    
 

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে


কেশবপুরে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ

কেশবপুরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ম্যাশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার সরেজমিন গিয়ে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা হাসানপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে মাষ্টার মিজানুর রহমান কাকর হাসানপুর মৌজার জনবসতি এলাকার একটি পুকুর থেকে অবৈধ ভাবে ৩ দিন ধরে প্রতাপপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন ম্যাশিন দিয়ে বালি উত্তোলন করে চলেছে। ফলে এলাকাবাসী মধ্যে ক্ষোভে সৃষ্টি হয়। ম্যশিন দিয়ে বালি উত্তোলন করার কারণে পাশ্ববর্তী জমির ক্ষতি হওয়ার আশঙ্কায় জাহাঙ্গীর হোসেনকে বারবার নিষেধ করা সত্বেও সে ৩ দিন ধরে উক্ত জমি হইতে বালি উত্তোলন করেই চলেছে। এ ব্যাপারে এলাকাবাসী উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে। এ বিষয়ে মিজানুর রহমান কাকনের নিকট জানতে চাইলে তিনি বলেন আমার পুুকুর থেকে বালি উত্তোলন করে ঘরের ভিত ও নিজের কিছু জায়গা ভরাট করেছি। বালি উত্তোলনের কোন অনুমোতি নাই। আমি আমার পুকুর থেকে বালি উত্তোলন করেছি।
এব্যাপারে প্রতাপপুর সহকারী ভূমি কর্মকর্তা কার্তিক চন্দ্রের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি বর্তমানে ছুটিতে আছি। এ বিষয়ে আমার কিছু জানিনা। সরকারি অনুমোতি ছাড়া কোন বালি উত্তোলন করা যাবেনা। কেউ যদি সরকারি অনুমোতি ছাড়া বালি উত্তোলন করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Top