আজ || বুধবার, ১৫ মে ২০২৪
শিরোনাম :
  তালায় বিশ্ব মা দিবসে স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় কাপ পিরিচ প্রতীকের শোভাযাত্রা       তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন    
 


কালবৈশাখী ঝড়ে রাজগঞ্জ হাইস্কুলের ব্যাপক ক্ষতি

প্রচণ্ড ঝড়ে রাজগঞ্জ হাইস্কুলের বড় ভবনের সামনের বড় একটি মেহগনি গাছের মাথা (বড় ডাল) ভেঙ্গে পড়ে

রবিবার (১০ মে) রাতের কালবৈশাখী ঝড়ে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ হাইস্কুলের ব্যাপক ক্ষতি হয়েছে। 

এদিন রাত সাড়ে ৮টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। তার আগে প্রচণ্ড ভ্যাপসা গরমের পর ইফতারের পরপরই রাজগঞ্জের আকাশে মেঘ জমতে থাকে। এরপর শুরু হয় ঝড়ের তাণ্ডব।

রাজগঞ্জ হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মাসুদ কামাল জানান, প্রচণ্ড ঝড়ে রাজগঞ্জ হাইস্কুলের বড় ভবনের সামনের বড় একটি মেহগনি গাছের মাথা (বড় ডাল) ভেঙ্গে পড়ে। এর নিচে পড়ে একটি আর্সেনিক মুক্ত টিউবওয়েল ভেঙ্গে যায়। এতে প্রায় ২০/২৫ হাজার টাকার ক্ষতি সাধন হয়।

গাছের চাপে আর্সেনিক মুক্ত টিউবওয়েলটি ভেঙ্গে গেছে

এছাড়া রাজগঞ্জ এলাকার মাঠে কেটে রাখা বোরো ধান উড়ে লন্ডভন্ড হয়ে যায়। পাশাপাশি প্রবল ঝড়ে উঠতি ফসলের পাশাপাশি বিপুল পরিমাণ আম ঝরে পড়ে। করেনাভাইরাসের কারণে এমনিতেই মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তার ওপর ঝড় ও ভারী বর্ষণের ফলে কৃষকেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।


Top