আজ || মঙ্গলবার, ১৪ মে ২০২৪
শিরোনাম :
  তালায় বিশ্ব মা দিবসে স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় কাপ পিরিচ প্রতীকের শোভাযাত্রা       তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন    
 


কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাফাই সাক্ষি দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

৬ জানুয়ারি যুক্তিতর্ক


বর্তমান প্রধানমন্ত্রী সাবেক বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে ২০০২ সালের হামলার মামলায় বৃহস্পতিবার বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে সাফাই সাক্ষি দিয়েছেন কেন্দ্রিয় বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবিরের আদালতে তিনি সাফাই সাক্ষি দিলে সরকারপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। জনাকীর্ণ আদালতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের বক্তব্য রেকর্ড করেন।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাফাই সাক্ষিতে বলেন ঘটনার দিন ২০০২ এর ৩০ আগস্ট মামলার আসামি হাবিবুল ইসলাম হাবিব ঢাকায় স্বেচ্ছাসেবক দলের এক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওইদিন তিনি সাতক্ষীরায় ছিলেন না। তিনি বলেন আমি সাফাই সাক্ষি দিয়েছি। হাবিব নির্দোষ। কারণ তিনি
সেদিন সাতক্ষীরায় ছিলেন না। তিনি বলেন আমরা ন্যায় বিচার পাবো বলে আশা করছি।
সরকারপক্ষে সাতক্ষীরার পিপি অ্যাড.আবদুল লতিফ বলেন আমরা সাফাই সাক্ষি রিজভীকে জেরা করেছি। আগামি ৬ জানুয়ারি মামলার যুক্তিতর্ক প্রদর্শনের দিন ধার্য রয়েছে।
উল্লেখ্য যে ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ার মুক্তিযোদ্ধা পতœী ধর্ষণের শিকার মাহফুজাকে হাসপাতালে দেখে কলারোয়া হয়ে মাগুরা যাবার পথে তৎকালিন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা তার গাড়িবহর নিয়ে হামলার শিকার হন। এ সংক্রান্ত মামলায় প্রথম দফায় ২৭ জনকে আসামি করা হলেও পুনঃতদন্ত শেষে পুলিশ নতুন করে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন আসামির বিরুদ্ধে চার্জশীট দেয়। এ মামলায় ২০ জনের সাক্ষ্যগ্রহন শেষে কয়েকজনের সাফাই সাক্ষি নেওয়া হয়েছে ।


Top