আজ || মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
শিরোনাম :
  তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা       তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত       তালায় অসুস্থ বন্ধুর জন্য ৩০ হাজার টাকা দিলেন বন্ধুরা       তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী       সাতক্ষীরায় বৈদ্যুতিক খুটিতে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত       তালায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা       তালায় আরএমটিপি প্রকল্পের বাজার সংযোগ সভা অনুষ্ঠিত    
 


উপকূলীয় শিশুদের পাশে দাঁড়ালো আমরাবন্ধু পরিবার

ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় বানভাসী শিশুদের মাঝে খাদ্যসামগ্রী উপহার দিয়েছে সাতক্ষীরার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আমরাবন্ধু। গত রোববার সকাল থেকে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত এলাকা শ্যামনগর, আশাশুনি উপজেলা ও কয়রা উপজেলার, চাকলা, গাবুরা, কয়রার উত্তর বেদকাশিসহ বেশ কয়েকটি  জায়গায় শতাধিক শিশুদের মাঝে এই খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়।
এসময় ছোটবন্ধু শিশু এনায়েত বলেন,“ঝড়ে আমাদের ঘর, বাড়ি নিয়ে গেছে আমরা পানিতে আটকে গেছিলাম। অনেকে আমাদের পরিবারে ত্রান দিয়েছে কিন্তু আমাদের মতো শিশুদের এই প্রথম বন্ধুর মতো করে আমাদের সাহায্য করলো বড় বন্ধুরা।” এছাড়া আরেক ছোটবন্ধু শিশু মিম বলেন,“ঝড়ের পরে অনেকদিন হয়ে গেলো কিন্তু আমাদের ভোগান্তি যাচ্ছে না। আমরা আগের মতো স্কুলে যেতে চাই, খেলাধুলা করতে চাই। বড় বন্ধুরা খুব ভালো সবাই ত্রাণ দিয়ে চলে যায় কিন্তু তারা আমাদের সাথে গল্প করেছে আমাদের অনুপ্রেরণা দিয়েছে।”
এ সময় আমরাবন্ধু উপকূলের স্বেচ্ছাসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুম বিল্লাহ, মুহতারাম বিল্লাহ, তৈহিদুন্নবী, মুতাসিম,মুসফিক প্রমুখ। মাসুম বিল্লাহ বলেন,“উপকূল অঞ্চলে প্রায়ই কোন না কোন দুর্যোগ লেগে থাকে। আমরা এখানকার শিশুদের কথা ভেবে উপকূলে এসছি। এখানকার শিশুদের জীবন অনেক কষ্টের হয়ে পড়ছে।” এছাড়া তিনি উপকূলে জলবদ্ধতা নিরসনে স্থায়ী ভেড়ি-বাঁধ নির্মাণের দাবী জানান। আমরাবন্ধু’র অন্যতম সদস্য জলবায়ু যোদ্ধা শাহিন বিল্লাহ বলেন, অনেক দিন ধরে উপকূলের মানুষ পানিবন্দী হয়ে আছে। এখানে নারী ও শিশুরা বেশি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে।  তাই শিশুদের জন্য আমরা কিছু খাদ্যসামগ্রী নিয়ে এসেছি।
আমরাবন্ধু’র সহ-প্রতিষ্ঠাতা এস এম নাহিদ হাসান জানান, দীর্ঘদিনের জন্য শিশুরা পানিবন্দী হয়ে আছে। তাদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এজন্য ফান্ড সংগ্রহ করে তাদের উপহার দেওয়ার ব্যবস্থা করেছি। একাজে সাতক্ষীরা লেকভিউ  কনভেনশন সেন্টার, দেশে ও প্রবাসে থাকা কয়েকজন আমাদের সহযোগিতা করেছেন।
উল্লেখ্য “আমরা বন্ধু” ২০১৫ সাল থেকে শিক্ষা সমগ্র,ঈদ উপহার দিয়ে শিশুদের পাশে দাড়িয়ে আসছে। এবারই প্রথম তারা আম্পানে ক্ষতিগ্রস্ত শিশুদের কথা চিন্তা করে উপকূল অঞ্চলে এসেছে।


Top