আজ || বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
শিরোনাম :
  তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন       অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       তালায় বন্ধ রয়েছে পল্লী বিদ্যুতের কার্যক্রম ॥  সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা         তালায় ১১৫ জন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ    
 


অভয়নগর উপজেলা পানি কমিটি গঠন

মঙ্গলবার (২৮ জুন) সকালে যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়ন পরিষদ ভবনে উপজেলা পানি কমিটি গঠন উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। উত্তরণ কর্তৃক আয়োজিত রিভার বেসিন ম্যানেজমেন্ট প্রকল্পের কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটির সদস্য আলহাজ্জ্ব এ্যাড. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরি রিভার বেসিন কমিটির সদস্য মোঃ রুহুল আমিন। অভয়নগর উপজেলা পানি কমিটি গঠনে বিষ্ণু পদ দত্তের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান বিকাশ চন্দ্র রায় (কপিল), ইউপি চেয়ারম্যান মোঃ মফিজউদ্দিন, ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান বিশ্বাস, অধীর কুমার পাড়ে, আফরোজা পারভীন, মরিয়ম, খায়রুল ইসলাম, সত্যজিত বিশ্বাস, মোঃ হাসিবুল কবির, চৈতন্য মন্ডল, মরি জিল্লুর রহমান, দিলীপ সানা প্রমুখ। উক্ত সভায় ভবদহ এলাকার দীর্ঘ সময়ের জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা মোকাবেলায় বিষ্ণু পদ দত্ত কে সভাপতি ও নাদির হোসেন মোল্যাকে সেক্রেটারী,সংশ্লিষ্ট ৪ ইউনিয়ন চেয়ারম্যানকে সহ-সভাপতি করে ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভায় ভবদহ এলাকার সমস্যা সমাধানে সরকারি প্রকল্পে টিআরএমকে অন্তর্ভূক্ত করে প্রকল্প অনুমোদন ও সরকার অনুমোদিত ১০০ বছরের ডেল্টা প্লান বিডিপি-২১০০ এর আলোকে হরি অববাহিকায় প্রকল্প বাস্তবায়ন করার উপর আলোচনা হয়। পাশাপাশি এবছরের জলাবদ্ধতা নিরসনে জরুরী ভাবে আমডাঙ্গা খাল সংস্কারের বিষয়টি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে অনার জন্য আলোচনা হয়।


Top