আজ || বুধবার, ০৮ মে ২০২৪
শিরোনাম :
  ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন       অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       তালায় বন্ধ রয়েছে পল্লী বিদ্যুতের কার্যক্রম ॥  সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা         তালায় ১১৫ জন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ       বৈষম্যের প্রতিবাদে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন    
 


পাটকেলঘাটায় মা ও শিশু কন্যা করোনা পজেটিভ শনাক্ত: ১০টি বাড়ী লকডাউন

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানায় আরো দুই জন করোনাভাইরাস(কোভিড-১৯) পজেটিভ শনাক্ত হয়েছে। করোনা পজেটিভ দুই জন হলেন, থানার বড়কাশীপুর গ্রামের পলাশ কুমার বিশ্বাসের স্ত্রীর বিশ্বাস(২৮) ও তারই শিশু কন্যা অহনা
বিশ্বাস (৫)।

থানা সূত্রে জানা যায়, গত ১১ জুন সামান্য জ্বর, সর্দি, কাশি নিয়ে চিকিৎসার জন্য স্থানীয় পারকুমিরা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত ডাক্তার চিকিৎসা প্রদান করেন এবং করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন।রবিবার(১৪ জুন) নমুনা ফলাফলে

করোনা পজেটিভ আসাতে করোনা প্রতিরোধকল্পে এবংএলাকাাসীর সর্বোত্তম স্বার্থে তাহার বাড়ী সহ আশপাশের ৮-১০টি বাড়ী
পাটকেলঘাটা থানার কুইক রেসপন্স টিম লকডাউন করে।

পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ এ সময় এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বানও জানান।তিনি আরো জানান, পলাশ কুমার বিশ্বাস একজন  ইঞ্জিনিয়ার এবং তিনি ঢাকার মহাখালীতে বাংলালিংক অফিসে চাকুরি করেন। তিনি তাহার স্ত্রী রমা বিশ্বাস ওমেয়ে অহনা বিশ্বাসকে নিয়ে গত ৮জুন বড়কাশীপুর বাড়িতে আসে।


Top