আজ || রবিবার, ০২ Jun ২০২৪
শিরোনাম :
  তালায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় আত্মনিয়োগের শপথ পাঠ করালেন এমপি লায়লা পারভীন সেঁজুতি       তালায় তামাক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত       তালায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত       তালায় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক       তালায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার       সাতক্ষীরার সদরে মশিউর রহমান বাবু ও কলারোয়ায় আমিনুল ইসলাম লাল্টু বিজয়ী       এসএসসিতে দুই বিষয়ে ফেল করেও ভর্তি হওয়া যাবে কলেজে       তালায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত       খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুন্না, সম্পাদক মিলন       তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত আহত ১১    
 


পাইকগাছায় বনবিবি’র উদ্যোগে খাদ্যসহায়তা প্রদান

 

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পাইকগাছার কর্মহীন দরিদ্র ৪০টি পরিবারের মধ্যে পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে চলমান “ঘরে থাকুন, নিরাপদে থাকুন” এর কারনে পাইকগাছার গদাইপুর ইউনিয়নের কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে বনবিবির পক্ষ থেকে মঙ্গলবার সকাল ১১টায় হিতামপুর বোয়ালিয়া মালোপাড়ায় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল প্রধান অতিথি হিসাবে খাদ্য সামগ্রী প্রদান করেন। পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান এর সভাপতিত্বে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আশিস রায় চৌধুরী মিন্টু, বোয়ালিয়া মালোপাড়া মন্দির কমিটির সাধারন সম্পাদক শংকর বিশ্বাস, বনবিবির সদস্য কবি মাধুরী রানী সাধু, রোজি ইসলাম, রফিকুল ইসলাম রিপন প্রমুখ। দুপুরে নতুন বাজার কার্যালয়ে খাদ্যসহায়তা প্রদান করে অবশিষ্ঠ পরিবারের বাড়ীতে খাদ্য সামগ্রী পৌছিয়ে দেওয়া হয়। খাদ্য সামাগ্রীর মধ্যে ছিল চাউল ৪কেজি, ডাউল আধা কেজি, আলু ১ কেজি, সাবান ১টি ও ১ প্যাকেট লবন।


Top