আজ || রবিবার, ১২ মে ২০২৪
শিরোনাম :
  তালায় বিশ্ব মা দিবসে স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় কাপ পিরিচ প্রতীকের শোভাযাত্রা       তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন    
 


তালায় মানসম্পন্ন বীজ ধান উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি বিষয়ে মাঠ দিবস

তালায় তালায় মানসম্পন্ন বীজ ধান উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকালে তালা উপজেলার ইসলামকাটি গ্রামে উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের আওতায় কৃষি খাত ভুক্ত বাস্তবায়িত মানসম্পন্ন বীজ ধান উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তির উপর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় অনুষ্ঠিত মাঠ দিবসে কৃষক শম্ভুনাথ মজুমদার এর সভাপতিত্বে ও উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মো. নয়ন হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ব্ক্তব্য রাখেন উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা শুভ্রাংশু কুমার দাশ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মমিনুর রহমান খান, উন্নয়ন প্রচেষ্টার শাখা ব্যবস্থাপক ইদ্রিস আলী, সহকারী কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল হাদী প্রমুখ। মাঠ দিবসে বক্তরা উপস্থিত কৃষকদের ধানের বীজ যেন কৃষক নিজেই উৎপাদন ও ব্যবহার করতে পারে সেই লক্ষ্যে আলোচনা করেন। এছাড়া মাঠ দিবসে বীজ ধানের জন্য ধানের জাত নির্বাচন, চাষাবাদ, আন্তঃপরিচর্যা, রোগ বালাই দমন ব্যবস্থাপনা ও বীজ সংরক্ষণ এর উপকরণ ও সংরক্ষণ প্রযুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রায় ৫০ জন কৃষক ও কৃষাণি অংশগ্রহণ করেন।


Top