আজ || রবিবার, ১২ মে ২০২৪
শিরোনাম :
  সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় কাপ পিরিচ প্রতীকের শোভাযাত্রা       তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন       অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন    
 


তালায় বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টায় মৃৎশিল্প প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তাপস সরকার ::
তালায় বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে মৃৎশিল্পীদের মাটি প্রক্রিয়াজাতকরণ আধুনিক পণ্য উৎপাদন ও ডিজাইন এবং পণ্যের গুণগত মানোন্নয়নে পাঁচ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প্রতিবার সকালে উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় মাঝিয়াড়ার পরিবেশ বান্ধব মৃৎশিল্প কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মশালা সমাপ্তি করা হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় মৃৎশিল্পীদের প্রশিক্ষণ দেন বরিশাল বাউফলের মৃৎশিল্প প্রশিক্ষক মনিরুল ইসলাম।

যশোরের বাউশলা, সাতক্ষীরার ঝাউডাংগা, ঘোনা, জাতপুর এবং নগরঘাটা পাল পাড়ার ১৫ জন মৃৎশিল্পীকে এ প্রশিক্ষণ দেয়া হয়। এর আওতায় আধুনিক মেশিনের ব্যবহার, মাটি প্রক্রিয়াকরণ, বাহারি তৈজসপত্র তৈরি, রুচিশীল ডিজাইন বা নকশা কাটা, ফিনিশিং, টেরাকোটা তৈরি, স্বাস্থ্যসম্মত উপায়ে পণ্যের রঙ করা এবং পরিবেশবান্ধব উপায়ে পণ্য পোড়ানোর প্রক্রিয়া শিখতে সক্ষম হন।

এসময় আরও উপস্থিত ছিলেন উন্নয়ন প্রচেষ্টার এসইপি পটারী প্রজেক্ট ম্যানেজার শাহনেওয়াজ কবির, প্রকল্প কারিগরি কর্মকর্তা প্রীতিশ মল্লিক, প্রডাকশন এবং ডিজাইন কর্মকর্তা চন্দ্রশেখর, পরিবেশ কর্মকর্তা ইমরুল কায়েস, ডকুমেন্টেশন কর্মকর্তা রাসেল আহমেদ সহ প্রমূখ।


Top