আজ || মঙ্গলবার, ১৪ মে ২০২৪
শিরোনাম :
  তালায় বিশ্ব মা দিবসে স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় কাপ পিরিচ প্রতীকের শোভাযাত্রা       তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন    
 


তালায় উন্নয়ন প্রচেষ্টার সরিষা চাষীদের অংশ গ্রহণে মাঠ দিবস অনুষ্ঠিত

তাপস সরকার ::

তালায় বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আরএমটিপি প্রকল্পের আওতায় সরিষা চাষীদের অংশগ্রহণে উত্তম ব্যবস্থাপনায় সরিষা চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ ফ্রেরুয়ারি) বিকালে উন্নয়ন প্রচেষ্টার আরএমটিপি প্রকল্পের আওতায় উপজেলার ধানদিয়া ইউনিয়নের মজিদ মাস্টারের আম বাগানে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

আরএমটিপি প্রকল্পের ফোকাল পার্সন কৃষিবিদ নয়ন হোসেনের সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উন্নয়ন প্রচেষ্টা সমন্বয়কারী এএস এম মুজিবুর রহমান।

মাঠ দিবসে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঋণ সমন্বয়কারী গোলাম আজম, রেইজ প্রকল্পের মনির হোসেন, ফুলবাড়ি ব্রাঞ্চের ব্যবস্থাপক শাহিন আলম প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক কৃষকের উপস্থিতিতে আরএমটিপি প্রকল্পে বারি ১৪ সরিষার চাষাবাদের সুবিধা সম্পর্কে আলোচনা করা হয় এবং প্লট প্রদর্শন করা হয়।


Top