আজ || রবিবার, ১২ মে ২০২৪
শিরোনাম :
  তালায় বিশ্ব মা দিবসে স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় কাপ পিরিচ প্রতীকের শোভাযাত্রা       তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন    
 


কলকাতায় বিভূতিভূষণ স্মৃতি পদক পেলেন বাংলাদেশের উমর ফারুক

অনলাইন ডেস্ক ::

কলকাতায় বিভূতিভূষণ স্মৃতি পদক পেলেন বাংলাদেশের কবি, কথাসাহিত্যিক, গীতিকার, সাংবাদিক উমর ফারুক।
তাকে ক্রেস্ট ও মানপত্র তুলে দেন প্রখ্যাত কথাসাহিত্যিক রাজা ভট্টাচার্য।
ফুল হাতে তুলে দেন আর উত্তরীয় পরিয়ে বরণ করে নেন কবি সুমিতা পাল ও কবি দিপেন্দু শেখর বন্দ্যপাধ্যায়।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কলকাতার সল্টলেকে রবীন্দ্র ওকাকুরা মঞ্চে তিনি এই পদকে ভূষিত হন। বিবেকবাহিনী ব্রতচারী সখা, বরাবাজার নিবেদিত, বিশ্ববাংলা সাহিত্য ও সংস্কৃতি সংসদ আয়োজিত ভারত-বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব ২০২২-এর আয়োজন করা হয়।

বিশ্ববাংলা সাহিত্য ও সংস্কৃতি সংসদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও সম্পাদক উত্তম চক্রবর্তী, ডহর সাহিত্য পত্রিকার সম্পাদক ও কবি সুমিত মহন্ত, কবি ও বাচিক শিল্পী পুষ্পিতা চট্টপাধ্যায়, বরাককণ্ঠ পত্রিকার সম্পাদক সন্তোষ চন্দ্র, সাবেক পুলিশ কমিশনার সুজয় কুমার চন্দ্র, আইনবিদ রজত ঘোষ ও নৃত্যশিল্পী গৌতম সিংহ।

দিনব্যাপী অনুষ্ঠানে কবিতা আবৃত্তি গান ও নাচ পরিবেশন করা হয়।

 


Top