আজ || মঙ্গলবার, ২১ মে ২০২৪
শিরোনাম :
 


চৌগাছায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী

জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় সূর্য’র পক্ষ থেকে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ২আগস্ট ) বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের বৃক্ষরোপণ করা হয়।

সূর্য’র আহ্বায়ক আবু বকর, অত্র স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা , সহকারী শিক্ষক সাইদুর রহমান নয়ন ও সাদ্দাম হুসাইন, সূর্য’র সদস্য সুফিয়ান খালিদ , মোমিনুর , ইমরান , শাহরিয়ার শুভ , রফিকুল , হাসানুর জেরিন , সাগর এবং সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান , মকলেচুর রহমান ইরান, শাকিনুর রহমান রানা , তওহীদ হৃদয়সহ স্থানীয় সাধারণ লোকজন এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপর্যুক্ত অনুষ্ঠানে সূর্য’র আহ্বায়ক আবু বকর বলেন , জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা মোকাবেলার অংশ হিসেবে সূর্য পরিবারের পক্ষ থেকে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী আয়োজন করে আমরা আনন্দিত। ভবিষ্যতেও বৃক্ষরোপণ কর্মসূচি , রক্ত গ্রুপিং , কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা , বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ সহ বিভিন্ন জনসচেতনতামূলক সামাজিক প্রোগ্রাম আয়োজন করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে সূর্য।


Top