আজ || বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
শিরোনাম :
  তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন       অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       তালায় বন্ধ রয়েছে পল্লী বিদ্যুতের কার্যক্রম ॥  সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা         তালায় ১১৫ জন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ    
 


‘চুমু-কাণ্ডে’ ফিফা থেকে বড় শাস্তি পেলেন রুবিয়ালেস

প্রথমবারের মতো নারী বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নেয় স্পেন। এমন ঐতিহাসিক অর্জনের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন ফুটবলাররা। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেসও নিজের আবেগ ধরে রাখতে পারেননি। তবে তিনি একটু বেশিই করে ফেলেছেন।

বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে স্পেন ফরোয়ার্ড জেনিফার এরমোসোর ঠোঁটে চুমু দিয়ে বসেন রুবিয়ালেস। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হলে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। চুমু কাণ্ডে আলোচনায় থাকা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতিকে ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে ৯০ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। শনিবার (২৬ আগস্ট) এ নিষেধাজ্ঞা দেয় ফিফা।

ফিফা ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান জর্জ ইভান প্যালাসিও জানান, ২৪ আগস্ট থেকে আগামী ৯০ দিন পর্যন্ত রুবিয়ালেসের নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফিফা শৃঙ্খলা বিধির (এফডিসি) ৫১ নম্বর ধারা অনুসারে রুবিয়ালেসকে ফুটবলের জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। ২৪ আগস্ট তার বিরুদ্ধে ফিফার নিকট অভিযোগ জমা হয়েছিল। সেদিন থেকে আগামী ৯০ দিন পর্যন্ত রুবিয়ালেসের নিষেধাজ্ঞা বহাল থাকবে।’

এর আগে, চুমুর ঘটনাটিকে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি ‘মুক্ত, পারস্পরিক সম্মতি’ হিসেবে ব্যাখা করেছিলেন। একই সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।


Top