আজ || রবিবার, ১২ মে ২০২৪
শিরোনাম :
  তালায় বিশ্ব মা দিবসে স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় কাপ পিরিচ প্রতীকের শোভাযাত্রা       তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন    
 


তালায় যুব পানি কমিটির সদস্যদের নিয়ে সভা

মঙ্গলবার (২০ জুন) সকালে তালা মুক্তিযোদ্ধা আঃ সালাম গণগ্রন্থাগারে কপোতাক্ষ যুব পানি কমিটির সদস্যদের নিয়ে এক তাৎপর্যপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। উত্তরণ কর্তৃক বাস্তবায়িত অ্যাডভান্সিং সাসটেইনেবল ইনডিজেনাস এগ্রো-ইকোলজিক্যাল লাইভলিহুড (এশিয়া-লাইভলিহুড) প্রকল্পের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন উত্তরণের প্রোগ্রাম ডেভেলপমেন্ট স্পেশালিস্ট জাহিদ আমিন শাশ^ত, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার হাসান আবদুল্লাহ রাফাত, এশিয়া লাইভলিহুড প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম, ফিল্ড অফিসার ইমরুল কবির এবং গ্রন্থাগারের মোঃ আফজাল হোসেন।
সভার প্রাথমিক উদ্দেশ্য ছিল জোয়ার-ভাটা নদী ব্যবস্থাপনা (টিআরএম) কর্মসূচির টেকসই গুরুত্ব নিয়ে আলোচনা এবং দক্ষিণ-পশ্চিম অঞ্চলে নদী রক্ষায় তরুণদের ভূমিকা তুলে ধরা। এছাড়াও বৈঠকে কৃষি প্রযুক্তির উন্নয়নে তরুণদের অবদানের বিষয়েও আলোচনা করা হয়।

 


Top