আজ || সোমবার, ২০ মে ২০২৪
শিরোনাম :
 


আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। সোমবার (৫ জুন) সকালে “প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে” (UNEP : ‘Solutions to Plastic Pollution’) এ প্রতিপদ্য বিষয়কে সামনে নিয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ)- এর আর্থিক সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থার বাস্তবায়নে “উন্নয়নে যুব সমাজ” সদস্যদের সমন্বয়ে আশাশুনি ইউনিয়নে ৫ই জুন “বিশ্ব পরিবেশ দিবস-২০২৩” উপলক্ষে বর্ণাঢ্য রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হয়।
আশাশুনি শাখা অফিস চত্বর মাঠ থেকে র‍্যালিটি বের হয়ে আশাশুনি বাজার প্রদিক্ষণ শেষে অফিস হল রুমে এক আলোচনা সভা অনষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী এস.এম আব্দুর রহমান, প্রধান কার্যালয়ের  কর্মকর্তা আলী মোর্তোজা, শাখা ব্যবস্থাপক মো. শাহরিয়ার হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল কবির, উন্নয়নে যুব সমাজ সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাবের হোসেন।


Top