আজ || বুধবার, ১৫ মে ২০২৪
শিরোনাম :
  তালায় বিশ্ব মা দিবসে স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় কাপ পিরিচ প্রতীকের শোভাযাত্রা       তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন    
 


তালায় উন্নয়ন প্রচেষ্টার ৪০ জন সরিষা চাষীর মাঝে চাষের উপকরণ বিতরণ

তালায় উন্নয়ন প্রচেষ্টার ৪০ জন সরিষা চাষীর মাঝে সরিষা চাষের উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) বিকালে তালার ধানদিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে রুরাল মাইক্রোইন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় ও পিকেএসএফের সহযোগিতায় কৃষকদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়। এ দিন ২৬ জন কৃষকের মাঝে সরিষা চাষের উপকরণ হিসাবে সরিষার বীজ, জৈব সার, জৈব কীটনাশক, রেকর্ড বুক, কলম এবং উন্নয়ন প্রচেষ্টা ও পিকেএসএফ এর লোগো সংবলিত চিহ্নিতকরণ সাইনবোর্ড প্রদান করা হয়। এর আগে ৩১ অক্টোবর সকালে তালায় উন্নয়ন প্রচেষ্টার প্রধান কার্যালয়ে ১৪ জন সরিষা চাষীর মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী, সমন্বয়কারী এ,এস,এম মুজিবুর রহমান, ক্রেডিট সমন্বয়কারী গোলাম আজম, আরএমটিপি প্রকল্পের ফোকাল পার্সন কৃষিবিদ নয়ন হোসেন, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এস এম নাহিদ হাসান প্রমুখ।


Top