আজ || শনিবার, ১৮ মে ২০২৪
শিরোনাম :
 


২দিন ব্যাপী মাছ চাষের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার আঠারমাইলে উন্নয়ন প্রচেষ্টার ২ দিন ব্যাপী উত্তম ব্যবস্থাপনায় মাছ চাষের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮-১৯ তারিখে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় উন্নয়ন প্রচেষ্টার আঠারমাইল শাখায় কৃষি ইউনিটের অধীনে ২ দিন ব্যাপী অনাবাসিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উন্নয়ন প্রচেষ্টার আঠারমাইল শাখার ব্যবস্থাপক বাবু উত্তম কুমার।
উন্নয়ন প্রচেষ্টার মৎস্যবিদ এস.এম. নেওয়াজ শরীফ সুমনের পরিচালনায় সহকারী মৎস্য কর্মকর্তা তরিকুল ইসলামের সহযোগিতায় প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শিবাসিস বৈরাগী, ইয়ন গ্রুপের ফিসারিজ আলাউদ্দিন খান প্রমূখ।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে ২৫ জন মৎস্যচাষীকে প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করা হয়।


Top