আজ || সোমবার, ০৬ মে ২০২৪
শিরোনাম :
  অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       তালায় বন্ধ রয়েছে পল্লী বিদ্যুতের কার্যক্রম ॥  সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা         তালায় ১১৫ জন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ       বৈষম্যের প্রতিবাদে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত       তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু       তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা    
 


১৮ বছর পর আলো পৌঁছেছে ফাতেমার ঘরে

কলারোয়ায় ফুটস্টেপস্ ও গ্রীন ম্যানের উদ্যোগে সোলারের আলো পেল।

অর্থাভাবে ১৮ বছর আধারে থাকা একটি পরিবার।

মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকালে কলারোয়ার কয়লা ইউনিয়নে ফতেমা বেগমের বাড়িতে সোলার সিস্টেম ইন্সটল করে গ্রীন ম্যানের একটি প্রতিনিধি দল।

ফাতেমা বেগম বলেন, ১৮ বছর পর ঘরে আলো পেলাম, আমার আর টেমি জ্বালানো লাগবে না। আমার মেয়েদুটো ঘরে বসে পড়তে পারবে এখন।

গ্রীন ম্যানের প্রতিষ্ঠাতা ইমরান রাব্বি বলেন, আমরা কিছু দিন আগে এখানে শীতবস্ত্র দিতে এসে দেখি যে মেয়েদুটো তীব্র শীতের রাতেও পাশের বাড়ির বারান্দায় বসে পড়ালেখা করছে। তখনই উদ্যোগ নেয়া হয় তাদের আলোর ব্যবস্থা করা যায় কীভাবে। তখন ফুটস্টেপস্ এর GRED প্রজেক্ট এর আওতায় তাদের জন্য সোলার সিস্টেম পাঠানো হয়। এজন্য আমরা ফুটস্টেপস্ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এসময় সেখানে উপস্থিত ছিলেন গ্রীন ম্যানের ইমরান রাব্বি, সুজয় চক্রবর্ত্তী, চেইঞ্জমেকার আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, সাংবাদিক তাপস সরকার প্রমূখ।

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে ‘শান্তিতে, শিক্ষায়, সবুজায়নে আমরা ‘ স্লোগানকে সামনে রেখে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ম্যান।


Top