আজ || রবিবার, ১৯ মে ২০২৪
শিরোনাম :
 


সাতক্ষীরা পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

সাতক্ষীরা পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে শহরের ইটাগাছা কামালনগর এলাকায় দাঁড়িয়ে শত শত নারী পুরুষের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা নাগরিক কমিটির আহবানে সোমবার দুপুর বারটার সময় এই কর্মসূচি শুরু হয়।
মানববন্ধন ও ভুক্তভোগিদের সমাবেশে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কমিশনার জাহাঙ্গীর হোসেন কালু। বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র ফারহা দিবা খান সাথী, নাগরিক কমিটির সভাপতি আনিসুর রহিম, প্রাক্তন অধ্যক্ষ আব্দুল হামিদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সমাবেশ আনিসুর রহিম বলেন, পৌরসভার তথা সাতক্ষীরা শহরের মাঝখানে ইটাগাছা পূর্বপাড়া এলাকার তিনশ’ বিঘা ফসলি জমি ও চার শ’ পরিবার দীর্ঘদিন ধরে জলাবদ্ধ। এখনই প্রতিকারের ব্যবস্থা না নিলে চলতি বর্ষা মৌসুম তীব্র হলে মানুষের জনজীবন বিপর্যস্থ হবে।
স্থানীয় বাসিন্দা ফাতেমা বেগম বলেন, প্রভাবশালী ঘের মালিকদের কারণে আটবছর ধরে পানিবন্দি সংকাটে আছেন তারা। তাদের চলাফেরা করতে হচ্ছে বর্জ্য পানির মধ্য দিয়ে। তাদের গোসল ও খাওয়ার পানির সংকটও সৃষ্টি হয়েছে।
মানববন্ধন থেকে জলাবদ্ধতা নিরসনে সাতক্ষীরা জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ ও ভুক্তভোগীরা। #


Top