আজ || সোমবার, ২০ মে ২০২৪
শিরোনাম :
 


সাতক্ষীরায় ভারতফেরত ১৪০ জন কোয়ারেন্টাইনে

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা ১৪০ জনকে সাতক্ষীরাশহরের তিনটি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বুধবার (৫ মে) সন্ধ্যায় দেশে আসাদের মধ্যে ৫০ জনের একটি দলকে আবাসিক হোটেল উত্তরা ও বাকিদের টাইগার প্লাস এবং হোটেল আল কাশেমে রাখা হয়েছে।

আজ শুক্রবার (৭ মে) সকালে সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বিষয়টি জানিয়েছেন।

কোয়ারেন্টাইনে থাকা প্রত্যেকের পাসপোর্ট সদর থানায় জমা রাখা হয়েছে। তাদের সবার বাড়ি সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায়। অনেকে অর্থকষ্টে আছেন বলে জানিয়েছেন ভারতে চিকিৎসা নিতে যাওয়া এ সকল বাংলাদেশিরা।

কোয়ারেন্টাইনে থাকা অনেকে জানান, আবাসিক হোটেলে থাকা ও খাওয়ার খরচ নিজেদের বহন করতে হচ্ছে। তাদের অধিকাংশ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভারতে গিয়েছিলেন চিকিৎসা নিতে। এখন তাদের কাছে টাকা নেই। তাদের দাবি, তাদের নিজ নিজ জেলায় পাঠিয়ে সেখানে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা এবং স্বজনদের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করা হোক।


Top