আজ || রবিবার, ১৯ মে ২০২৪
শিরোনাম :
 


সাতক্ষীরায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরের কুড়িকাউনিয়ায় ঘূর্ণিঝড় আম্পানে বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট খালে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটিতে থাকা ১২ জনের মধ্যে ৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।

আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৭টার দিকে বেড়িবাঁধ মেরামতের কাজে যাওয়ার সময় পানির স্রোতের তোড়ে ট্রলারটি ডুবে যায়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির জানান, কুড়িকাহনিয়া বাঁধ মেরামতের কাজে ৩০/৪০ জন শ্রমিক ট্রলারযোগে যাওয়ার সময় পানির স্রোতে ডুবে যায়। সাঁতরিয়ে সবাই কূলে উঠলেও তিন জন নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় আম্পানে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে কুড়িকাউনিয়ায় বিশালাকৃতির খাল তৈরি হয়েছে।


Top