আজ || সোমবার, ০৬ মে ২০২৪
শিরোনাম :
  অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       তালায় বন্ধ রয়েছে পল্লী বিদ্যুতের কার্যক্রম ॥  সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা         তালায় ১১৫ জন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ       বৈষম্যের প্রতিবাদে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত       তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু       তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা    
 


সাতক্ষীরায় ওয়াটসন কমিটির সক্ষমতা উন্নয়নে কর্মশালা

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ও বল্লী ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন ওয়াটসন কমিটির সক্ষমতা উন্নয়নের জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা সিমাভীর অর্থায়নে উত্তরণ কর্তৃক বাস্তবায়িত ওয়াশ এসডিজি ওয়াই বাংলাদেশ সাবপ্রোগাম ইম্পিমেন্টেশন ফেইজ-২ প্রোগ্রামের মাধ্যমে মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউপি চেয়রম্যানগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তরণ ওয়াশ প্রকল্পের পিও রেনুকা কর্মকার ও এসএস চাতক। এ সময় ওয়াশ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর নুর জাহান ও শিখা রানীসহ উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যানগণ, পুরুষ ও মহিলা মেম্বার, ইউপি সচিব, ওয়াশ ডেক্স উদ্যোক্তা, নলকূপ ম্যাকানিক, শিক্ষক, ধর্মীয় নেতা, দলিত সম্প্রদায় ও এনজিও প্রতিনিধিবৃন্দ।


Top