আজ || বুধবার, ১৫ মে ২০২৪
শিরোনাম :
  তালায় বিশ্ব মা দিবসে স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় কাপ পিরিচ প্রতীকের শোভাযাত্রা       তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন    
 


মিয়ানমারে সহিংসতায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিন্দা

মিয়ানমারে বিক্ষোভে সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এ ছাড়া বিক্ষোভ দমনে মিয়ানমারের সেনাবাহিনীকে সীমা লঙ্ঘন না করতেও আহবান জানিয়েছে নিরাপত্তা পরিষদ।

নিরাপত্তা পরিষদের এক প্রেসিডেনশিয়াল বিবৃতিতে এ বিষয়ে একমত হয়েছে চীনসহ ১৫ সদস্য রাষ্ট্র। যুক্তরাজ্যের নেতৃত্বে নিন্দা জানিয়ে বিবৃতির খসড়া প্রণয়ন করা হয়। খসড়াতে ক্ষমতাচ্যুত শীর্ষ নেত্রী অং সান সু চি ও অন্যান্য আটক নেতাকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তরের দাবিও জানিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় সমর্থন রয়েছে নিরাপত্তা পরিষদের। এ ছাড়া দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়া সংরক্ষণ, সহিংসতা বর্জন এবং মানবাধিকার ও আইন শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেয়া হয়েছে।


Top