আজ || শুক্রবার, ১৭ মে ২০২৪
শিরোনাম :
  তালায় এসএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ পাশ এবং বিশেষ কৃতিত্ব শিক্ষাপ্রতিষ্ঠানে সম্মাননা প্রদান       তালায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু       সাতক্ষীরার ২০টি শিক্ষা প্রতিষ্ঠান পেলো সততা সংঘের টাকা       তালায় ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন       তালায় ‘পাঠকবন্ধু’র ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত       তালায় বিশ্ব মা দিবসে স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় কাপ পিরিচ প্রতীকের শোভাযাত্রা       তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ    
 


বেকারত্ব দূর করতে “মসিক ভালো কাজে”র পক্ষ থেকে পাটকেলঘাটার কামাল কে চায়ের দোকান করে দেওয়া হয়েছে

করোনা ভাইরাসের কারনে চাকুরী ছেড়ে বাড়িতে চলে আসে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার তৈলকুপী গ্রামের কামাল আহমেদ।

বাড়িতে এসে বেকার হয়ে পড়ে, তার বেকারত্ব দূর করতে উদ্যোগ নেয় মাসিক ভালো কাজ (Monthly Good Deeds), সোমরার ৭ই ডিসেম্বর হানাদার মুক্ত দিসবের সকালে গ্রুপের এডমিন ও মডারেটরদের উপস্থিতিতে চায়ের দোকানের জন্য তার হাতে টিন ন তুলে দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মাসিক ভালো কাজের এডমিন ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও মিনিস্টার গ্রুপের রিজিওনাল ম্যানেজার হাসানুর রহমান হাসান, গ্রুপের মডারেটর ও মিনিস্টার প্লাজার ইনচার্জ আল মামুন ইসলাম, গ্রুপের মডারেটর ও সাংবাদিক শেখ সানজিদুল হক, মডারেটর ও ইংরেজি প্রভাষক নাজমুল ইসলাম মাহী, মডারেটর ও জনতার মিছিলের পাটকেঘাটা ব্যূরো প্রধান ইকবাল হোসেন, মডারেটর ও পাটকেলঘাটা মিনিস্টার শোরুমের সিনিয়র ম্যানেজার রিপন সরদার।

উল্লেখ্য, মানব সেবার উদ্যোগ নিয়ে ‘সকলেই আমরা সকলের তরে’ এই শ্লোগান নিয়ে ১লা ডিসেম্বর মাসিক ভালো কাজের ফেসবুক পেজ ও গ্রুপ খুলা হয়েছিলো পরবর্তীতে ৫ই ডিসেম্বর ২০২০ইং তারিখে কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। মাসিক ভালো কাজে আর্থিক ও সার্বিকভাবে সহযোগিতা করে আমাদের মাসিক ভালো কাজ এর ফেসবুক পেজ ও গ্রুপের সাথেই যুক্ত থাকুন। সাথে থাকার জন্য গ্রুপের এডমিন ও মডারেটর, শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক অভিনন্দন।


Top