আজ || রবিবার, ১৯ মে ২০২৪
শিরোনাম :
 


বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা

১৯৭১ সালে তালা থানা মুজিব বাহিনীর প্রধান,রাজনৈতিক, বাম প্রগতিশীল বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১ এপ্রিল) সকাল ১০টায় তালা প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দারের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে মোড়ল আব্দুস সালামের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু।

তিনি তার বক্তব্যে বলেন, মোড়ল আব্দুস সালাম ছিলেন একজন অস্প্রদায়িক, খাটি বাঙালি, একজন নিলোভ বাম প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ছিলেন আমাদের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অস্প্রদায়িক আধুনিক বাঙলা গড়ার বটবৃক্ষ।

সভায় বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম ফাউন্ডেশনের সভাপতি মীর জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোড়ল আবু বকর, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস শুকুর, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ রাম রামকৃষ্ণ, জেএসডি নেতা গোবিন্দ ভদ্র, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জাসদ নেতা দেবাশীষ দাশ। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এম এম ফয়সাল, সেলিম হায়দার, শফিকুল ইসলাম, সেকেন্দার আবু জাফর বাবু, অর্জুন বিশ^াস, আমরাবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এস এম নাহিদ হাসান, আমরাবন্ধু তালা উপজেলা সমন্বকারী তাপস সরকার, সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান তিতু, মীর কল্লোল হোসেন, ব্যবসায়ী আরশাফুল, যুব নেতা মীর জিকো, আসমা বেগম প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিদের উপস্থিতিতে কেক কাটা হয়।


Top