আজ || সোমবার, ০৬ মে ২০২৪
শিরোনাম :
  অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       তালায় বন্ধ রয়েছে পল্লী বিদ্যুতের কার্যক্রম ॥  সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা         তালায় ১১৫ জন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ       বৈষম্যের প্রতিবাদে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত       তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু       তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা    
 


পাটকেলঘাটায় ধ্রুব পরিষদ বাংলাদেশ এর সঙ্গীতের পরীক্ষা অনুষ্ঠিত

আশরাফ আলী, পাটকেলঘাটা (সাতক্ষীরা) : 

পাটেেকলঘাটা সুরবিতান সঙ্গীত নিকেতনের আয়োজনে ধ্রুব পরিষদ বাংলাদেশ এর বার্ষিক ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সুরবিতান সঙ্গীত নিকেতন থেকে মোট ৯৮ জন শিক্ষার্থী সঙ্গীতের বিভিন্ন শাখায় পরীক্ষায় অংশগ্রহন করে।

বেলা ২টা হতে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় প্রারম্ভিক শাখায় ৩৮ জন,প্রথম বর্ষে ৪৩ জন, দ্বিতীয় বর্ষে ১৫জন এবং তৃতীয় বর্ষে ৩জন পরীক্ষার্থী অংশগ্রহন করে।

পরীক্ষায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ধ্রুব পরিষদ বাংলাদেশ এর যশোর শাখার সাধারণ সম্পাদক সুকুমার দাশ, সুরধ্বনি যশোরের শিক্ষক ডলি রহমান,সঙ্গীত শিক্ষক সেলিম হোসেন, আলাপ সঙ্গীত নিকেতনের শিক্ষক নজরুল ইসলাম, কিংশুক যশোরের সঙ্গীত শিক্ষক নুরুন্নবী সামদানী ও তীর্যক যশোরের সঙ্গীত শিক্ষক শ্যামলী দাশ। এসময় উপস্থিত ছিলেন পাটকেলঘাটার সুরবিতান সঙ্গীত নিকেতনের শিক্ষক অনিমেষ বিশ্বাস, পরিচালক শুধাংশু বিশাস ও সদস্য মহাদেব চক্রবর্তী।


Top