আজ || রবিবার, ১৯ মে ২০২৪
শিরোনাম :
 

ইভটিজিং এ জড়িত হলে ছাড় নেই –ওসি এজাজ শফী


পাইকগাছায় গৃহবধুকে উত্যক্ত ও শ্লীলতাহানীর ঘটনায় যুবক গ্রেপ্তার

 

খুলনার পাইকগাছায় গৃহবধুকে উত্যক্ত ও শ্লীলতাহানীর মামলায় রেজাউল সরদার (৩৫) নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরন করেছে। আটক যুবক উপজেলার বাইশারাবাদ আবাসন প্রকল্পের মৃত নেয়ামত সরদারের পুত্র।

মামলার বিবরণ ও ভিকটিম জানায়, শুক্রবার বিকেলে কচুবুনিয়া গ্রামের সেলিম সরদারের স্ত্রী নিজ চিংড়ি ঘেরে যাওয়ার সময় ওয়াপদার রাস্তায় তার হাতে ধরে রেজাউল টানা হেচড়া করে, শ্লীলতাহানী ঘটনায়। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। এ ঘটনায় সেলিমের স্ত্রী বাদী হয়ে পাইকগাছা থানায় যৌণ নিপীড়ন আইনে মামলা করেছে। ভিকটিম জানায়, রেজাউল প্রায় ১ বছর ধরে উত্যক্ত করে আসছে। টাকার লোভ ও বিয়ের প্রলোভন দেখায়। তাতে রাজি না হওয়ায় শুক্রবার জোর করে আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ও শ্লীলতাহানী ঘটায়। ওসি এজাজ শফী জানান, যৌণ নিপীড়ন আইনে রেজাউলকে গ্রেপ্তার করা হয়েছে। ইভজিটিংয়ের ব্যাপারে তাৎক্ষনিক ব্যবস্থা, কোন প্রকার ছাড় দেয়া হবে না।


Top