আজ || মঙ্গলবার, ২১ মে ২০২৪
শিরোনাম :
 


নতুন করে আরো ৪ জনসহ সাতক্ষীরায় মোট ৪০ জনের করোনা শনাক্ত

 সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় বৃহস্পতিবার পর্যন্ত মোট ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া জেলা থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৮১৬ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ও পিসিআরল্যাবে পাঠানো হয়েছে।

ইতিমধ্যে ৫৮০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পোঁছছে। এর মধ্যে ৪০ জনের পজিটিভ ও বাকী সব রিপোর্ট নেগেটিভ এসেছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, সাতক্ষীরার করোনা পজিটিভ ব্যক্তিদের মধ্যে দেবহাটা উপজেলার ২৫ জন, আশাশুনি উপজেলার ৩ জন, সদর উপজেলার ৫ জন, কলারোয়া উপজেলার ৫ জন, তালা উপজেলার ১ জন ও শ্যামনগর উপজেলার ১ জন। এদের মধ্যে তিন জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

এছাড়া সাতক্ষীরায় বিদেশ ফেরত মোট ৪ হাজার ৬৯ জনকে হোম কোয়ারেন্টানে রাখা হয়েছে। এছাড়া ছাড়পত্র দেয়া হয়েছে ৩ হাজার ৭৯০ জনকে।


Top