আজ || বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
শিরোনাম :
  সাতক্ষীরার ২০টি শিক্ষা প্রতিষ্ঠান পেলো সততা সংঘের টাকা       তালায় ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন       তালায় ‘পাঠকবন্ধু’র ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত       তালায় বিশ্ব মা দিবসে স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় কাপ পিরিচ প্রতীকের শোভাযাত্রা       তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ    
 


তালায় সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময়

তালার কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন উপজলো স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা র্কমর্কতা ডাক্তার রাজিব সরদার ।

বুধবার সকাল ১১ টায় ডাক্তার রাজিব সরদারের অফিস কক্ষে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন,তালার সিনিয়র সাংবাদিক এম এ ফয়সাল, সেলিম হায়দার, মোঃ আকবর হোসেন, কাজী লিয়াকত হোসনে, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ ।

মতবিনিময়কালে ডাক্তার রাজিব সরদার জানান, স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে ইসিজি ,আল্ট্রাসনো মেশিন, সিসি টিভি ক্যামেরা চালু সহ নতুন এ্যাম্বুলেন্সর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দেশব্যাপী হেল্থ্য এইচ এস এস স্কোরে বর্তমানে তালা সাস্থ্য কমপ্লেক্স ৩৮তম অবস্থানে বলে জানান তিনি।


Top