আজ || শনিবার, ১৮ মে ২০২৪
শিরোনাম :
 


তালায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ

তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে করোনা পরিস্থিতিতে‌ শ্রমিক সংকটে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (৩রা মে) সকাল ৮ টার দিকে উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামের উত্তম কুমার মন্ডল এর প্রায় এক বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছিয়ে দেয় তারা।

 বাংলাদেশ ছাত্রলীগ , কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশে ছাত্রনেতা তন্ময় দে এর সাথে এ ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন রায়পুর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ রায়, শেখ রাখিন,পারভেজ মুন্না তালা সরকারী কলেজ ছাত্রলীগের ইন্টারমিডিয়েট ২য় বর্ষ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাজু, শেখ বাবু, সুকান্ত মন্ডল, তুফান সরদার,কৃষ্ণ মন্ডল, আমিত বাছাড়, প্রিন্স মন্ডল, সৌরভ মন্ডল,বাঁধন মন্ডল ও খলিনগর ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও প্রমুখ।

বর্তমান করোনা পরিস্থিতিতে দিনমজুর সঙ্কটে ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছা প্রণোদিত হয়ে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী ও সুশীল সমাজ।


Top