আজ || শনিবার, ১৮ মে ২০২৪
শিরোনাম :
 


তালার জিয়ালা-চন্ডিপুরখালে দেশী প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

তালার জিয়ালা-চন্ডিপুরখালে দেশী প্রজাতির বিভিন্ন প্রকার মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। বে-সরকারী সংস্থা উন্নয়ন প্রচেষ্টা কর্তৃক বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) প্রকল্পের মাধ্যমে সদর ইউনিয়নের জিয়ালায় পুণ:খননকৃত খালে রবিবার দেশী প্রজাতির বিভিন্ন প্রকার মাছের পোনা অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন সিনিয়র তালা উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম, উন্নয়ন প্রচেষ্টার এসইপি প্রকল্পের ফোকাল পার্সন এএসএম মুজিবর রহমান, প্রকল্প ব্যবস্থাপক শাহনেওয়াজ কবীর শাওন ও মোঃ গিয়াস উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি ও মাছের প্রাকৃতিক অভয়ারন্যকে আরো সমৃদ্ধ করতে উক্ত খালে মাছের পোনা অবমুক্ত করা হয় বলে জানা গেছে। এদিকে গো-বর্জ্যে ভরাট হয়ে যাওয়া জিয়ালা-চন্ডিপুর খালটি ইতিমধ্যেই এসইপি প্রকল্পের মাধ্যমে পুণ:খনন করা হয়েছে।
এছাড়া জলজ বাস্তুতন্ত্র পূনরুদ্ধার ও প্রাকৃতিক জলাশয়ে মাছের নিরাপদ বিস্তার নির্বিঘ্ন করার বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করা হয়। পরিবেশ উন্নয়ন নিশ্চিত করে মৎস্য উৎপাদন আরো নিরাপদ ও গতিশীল করার মাধ্যমে রপ্তানি বৃদ্ধির পাশাপাশি মৎস্য খাতকে অধিক গুরুত্বের সাথে বিবেচনা করার ব্যাপারে অনুষ্ঠানে আলোচনা করা হয়।


Top