আজ || সোমবার, ০৬ মে ২০২৪
শিরোনাম :
  তালায় বন্ধ রয়েছে পল্লী বিদ্যুতের কার্যক্রম ॥  সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা         তালায় ১১৫ জন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ       বৈষম্যের প্রতিবাদে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত       তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু       তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা       তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন    
 


তালায় সড়ক দুর্ঘটনায় আহত মুনসুর আলী ধুঁকে ধুঁকে মরছে!

তালায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোঃ মুনসুর আলী শেখ (৫৫) পঙ্গুতের অভিশাপ নিয়ে ধুঁকে ধুঁকে মরতে বসেছে। তিনি তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটী গ্রামের মৃতঃ নবজান আলী শেখের পুত্র। প্রায় ১৬ বছর আগে সড়ক দুর্ঘটনায় একটি চোখ একেবার অন্ধ হয়ে যায় তার। এ সময় তার হাত, পা ও নাক ভেঙ্গে পঙ্গু হয়ে দীর্ঘদিন হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে উঠলেও পঙ্গুতের অভিশাপে ধুঁকছেন তিনি।
আহত বেবিট্যাক্সি চালক মুনসুর আলী শেখ জানান, ২০০৭ সালের ১৫ জুন রাতে আঠারোমাইল হতে কয়েকজন যাত্রী নিয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে তালা সদরে ফিরছিলেন তিনি। এ সময় শাহাপুর বটতলা এলাকায় একজন যাত্রীকে নামানোর জন্য তিনি রাস্তার বাম দিকে একটি বাবলা গাছের পাশে ট্যাক্সি দাঁড় করান। এ সময় পাইকগাছা থেকে আঠারোমাইলগামী একটি মাছের পিকআপ (যার নং খুলনা মেট্রো- ম-১১-০০১৩) নিয়ন্ত্রণ হারিয়ে তার বেবিট্যাক্সিকে (যার নং ঢাকা মেট্রো- খ-১১-১৫৯৪) ধাক্কা দেয়। এ সময় বেবীট্যাক্সির একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হয় বেবীট্যাক্সি চালক মুনসুর আলীসহ কয়েকজন যাত্রী। বেবীট্যাক্সি চালক মুনসুর আলীর ডান চোখ ও ডান পা চিরতের নষ্ট হয়ে যায়। এ সময় মুনসুর আলীকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ভারতে চিকিৎসা নিতে ভিটেবাড়ি, গরু-ছাগল বিক্রি করে প্রায় ৩ লক্ষ টাকা খরচ করে নিঃস্ব হতে হয়। বর্তমানে পঙ্গুত্বের অভিশাপ নিয়ে ধুঁকে ধুঁকে মরতে বসেছেন তিনি।
মুনসুর আলী আরও বলেন, সেই ঘাতক পিকআপের সন্ধান আজও মেলেনি। তাদের পক্ষ থেকে কোন ক্ষতিপূরণও পাননি তিনি। উল্টো কতিপয় ষড়যন্ত্রকারীরা পিকআপ মালিকের সাথে আতাত করে তাকে বিপাকে ফেলতে উল্টো মামলা করে তার বিরুদ্ধে। পরবর্তীতে আদালত উক্ত মামলা খারিজ করে দেয়। এমনভাবে সাংবাদিকদের কাছে তার নিদারুণ কষ্টের কথা তুলে ধরেন মুনসুর আলী। বর্তমানে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন তিনি। এ সময় তিনি সংবাদটি প্রচারের জন্য সংবাদ কর্মীদের কাছে আবেদন জানান। পাশাপাশি সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেন তিনি। এজন্য বিকাশসহ ০১৯৫৪৬৪৫৪১৫ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।


Top