আজ || রবিবার, ০৫ মে ২০২৪
শিরোনাম :
  তালায় ১১৫ জন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ       বৈষম্যের প্রতিবাদে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত       তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু       তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা       তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত    
 


তালায় জাতীয় অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তালায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থা ও তালা থানার সহযোগিতায় পুরাতন বিদে স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম, তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা বাজার বণিক সমিতির সভাপতি কাজী মারুফ, রিপোটার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান সাধু, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, কামরুল ইসলাম লাল্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, আওয়ামী লীগনেতা সিরাজুল ইসলাম, সাংবাদিক আব্দুল জব্বার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক শেখ মোঃ জাহাঙ্গীর। খেলার রেফারির দায়িত্ব পালন করেন শেখ হাবিবুর রহমান হাবিব, সহকারী রেফারি ছিলেন মীর কাইউম ইসলাম ডাবলু ও মোঃ মইনুল হোসেন।


উদ্বোধনী দিনে ২টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় খেশরা ইউনিয়ন ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে জালালপুর ইউনিয়নকে এবং ২য় খেলায় তেঁতুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ৩-০ গোলের ব্যবধানে নগরঘাটা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।


Top