আজ || মঙ্গলবার, ২১ মে ২০২৪
শিরোনাম :
 


কেশবপুরে মারপিট, খুন জখম ও মিথ্যা মামলায় হয়রাণীর হাত থেকে রক্ষা পেতে থানায় জিডি

কেশবপুরে জিল্লুর রহমানসহ তার পরিবারের সদস্যদের মারপিট, খুন জখম এমনকি তাদের মিথ্যা মামলায় হয়রাণী হাত থেকে রক্ষা পেতে থানায় জিডি করেছেন। জিডি সূত্রে জানা গেছে, উপজেলা নেপাকাটী গ্রামের মৃত জি.এম জাফর সাদেকের ছেলে জি.এম জিল্লুর রহমানের আমের বাগান একই গ্রামের মৃত নবু মোল্লার ছেলে আমজাদ আলী মোল্লা ঘূর্ণিঝড় আম্ফানের ১ মাস পূর্বে নগদ মূল্যে ক্রয় করে। ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে ওই আম বাগানের কিছু আম ঝরে যাওয়ায় আমজাদ আলী মোল্লা আম নিবে না বলে জানায় এবং ওই টাকা ফেরত চাই। উক্ত টাকা আম বিক্রেতা জি.এম জিল্লুর রহমান ফেরত না দেওয়ায় গত ২৪ জুন সকালে ওই আম বাগানে জি.এম জিল্লুর রহমানকে একা পেয়ে আম ক্রেতা আমজাদ আলী মোল্লা বিভিন্ন অশ্লীল অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। জি.এম জিল্লুর রহমান গালি গালাজ করতে নিষেধ করায় আমজাদ আলী মোল্লা ক্ষিপ্ত হয়ে জি.এম জিল্লুর রহমানসহ তার পরিবারের সদস্যদের মারপিট, খুন জখম এমনকি তাদের মিথ্যা মামলায় হয়রাণী করার হুমকি প্রদান করে। এ ঘটনায় জি.এম জিল্লুর রহমান কেশবপুর থানায় ওই দিনই আমজাদ আলী মোল্লার বিরুদ্ধে সাধারণ ডায়রী করেছেন। জিডি নং: ৮৫৭, তারিখ ২৪/০৬/২০২০।


Top