আজ || মঙ্গলবার, ২১ মে ২০২৪
শিরোনাম :
 


কেশবপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শনিবার দিবসটি পালন উপলক্ষে সকালে কালো ব্যাজ ধারণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর মুরালে পুস্পমাল্য অর্পন, শোকর‌্যালী, পুরস্কার বিতরন ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। শোক দিবস উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। ভোর থেকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন, কেশবপুর প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শোক দিবস পালন উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর সভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট মিলন মিত্র, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল, যুবলীগের আহবায়ক বিশ্বাস শহীদুজ্জামান শহীদ, ছাত্রলীগের আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিক প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা নাসির উদ্দীন। এছাড়াও কেশবপুর কলেজ ও মহিলা কলেজ, পাইলট বালিকা বিদ্যালয়, মুলগ্রাম দারুল উলুম আলিম মাদ্রাসা, দোরমুটিয়া দাখিল মাদ্রাসা, হিজলডাঙ্গা শহীদ ফ্লাইট লেঃ মাসুদ মেমোরিয়াল কলেজসহ উপজেলার সকল মসজিদে ও শিক্ষা প্রতিষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

##

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে
                                               ন্যাশনাল প্রেস সোসাইটির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ন্যাশনাল প্রেস সোসাইটি কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ন্যাশনাল প্রেস সোসাইটির নিজস্ব কার্যালয়ে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় এই দিনটি। তবে এবার বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয় এবং অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উক্ত দোয়া ও আলোচনা সভায় ন্যাশনাল প্রেস সোসাইটি কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান, কেশবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রবেয়া ইকবাল, ন্যাশনাল প্রেস সোসাইটি কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুস্ম হাওলাদার বিকাশ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল অধিকারী, দপ্তর সম্পাদক আবু বক্কর, সহ-দপ্তর সম্পাদক রাকিবুল হাসান সুমন, মানবাধিকার সচিব মৃদুল সরকার, সমাজ কল্যাণ সচিব সঞ্জয় দাস, গণমাধ্যম সচিব রবিউল ইসলাম, কার্যনির্বাহী সদস্য তুষার সাহা, শাহিন আলম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের কোষাধক্ষ্য শামসুর রহমান, কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান, মেহেদী হাসান জাহিদ, সদস্য ওলিয়ার রহমান, সোহেল পারভেজ প্রমুখ ৷
উক্ত অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন, সারুটিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও মাগুরখালী জামে মসজিদের ইমাম মাওলানা লুৎফর রহমান।


Top