আজ || সোমবার, ০৬ মে ২০২৪
শিরোনাম :
  তালায় ১১৫ জন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ       বৈষম্যের প্রতিবাদে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত       তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু       তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা       তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত    
 


কেশবপুরে নববর্ষ উপলক্ষে এমপি শাহীন চাকলাদারের আয়োজনে ৩ সহস্রাধিক মানুষ খেল পান্তা-ইলিশ

মেহেদী হাসান জাহিদ, কেশবপুর প্রতিনিধি:

বাংলা নববর্ষ উপলক্ষে যশোরের কেশবপুরে মঙ্গলবার বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার- এর উদ্যোগে ৩ সহস্রাধিক মানুষ পান্তা – ইলিশ খেয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে পান্তা – ইলিশ উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার রহমান সাগর, সাবেক জেলা নেতা রেজাউল ইসলাম, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, আইন বিষয়ক সম্পাদক হোসাইন মোহাম্মদ ইসলাম, সদস্য শেখ মনিরুজ্জামান মনি, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ. যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু প্রমুখ।

পহেলা বৈশাখে রমজান থাকায় শাহীন চাকলাদার রমজান ও ঈদুল ফিতরের পরে কেশবপুরের সর্বসাধারণকে পান্তা-ইলিশ খাওয়ানোর ঘোষণা দেন। তারই ফলশ্রুতিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে কেশবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও উপজেলা পরিষদ মিলনায়তনে সর্বসাধারণকে পান্তা-ইলিশ খাওয়ানো হয়।

উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ হাসানের নেতৃত্ব ১১টি ইউনিয়ন ও ১টি পৌর সভার দেড় শতাধিক নেতা-কর্মী উক্ত পান্তা-ইলিশ পরিবেশন করেন। বালিয়াডাঙ্গা গ্রামের রেজাউল করিম বলেন, আমার জীবন দশায় কোন ব্যাক্তি নববর্ষ উপলক্ষে সর্বসাধারণকে পান্তা-ইলিশ খাওয়ানি। একমাত্র এমপি শাহীন চাকলাদার সর্বসাধারণকে পান্তা-ইলিশ খাওয়ালেন।


Top