আজ || রবিবার, ১৯ মে ২০২৪
শিরোনাম :
 

যশোর-৬ কেশবপুর উপ নির্বাচন


কেশবপুরে ধানের শীষ প্রতিকের প্রতিনিধি সভায় মঞ্জু সাহস থাকলে সুষ্ঠু পরিবেশে নির্বাচন করুন

যশোর -৬ আসনের উপ নির্বাচন উপলক্ষে ধানের শীষ প্রতীকের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠণিক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, পোষ্টার ছিড়ে, নেতা কর্মীদের হুমকী ও মারপিটের রাজনিতী ছাড়ুন। সাহস থাকলে সুষ্ঠু পরিবেশে নির্বাচন করুন।

জণগণ আপনাদের থেকে বহুদিন আগেই মুখ ফিরিয়ে নিয়েছে। ধানের শীষ প্রতিকের প্রার্থী আবুল হোসেন আজাদ বলেন, সকল ভয় ভিতীকে উপেক্ষা করে আপনারা এক একজন প্রার্থী হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করুন। দেশ নেত্রী মুক্তির আন্দোলন বেগবান করুন। সোমবার প্রার্থীর বাসভবনে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিএনপি নেতা কেশবপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির যুগ্ম সচিব দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম।

বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতা কাউন্সিলর মশিয়ার রহমান, শেখ শহিদুল ইসলাম, প্রভাষক আব্দুর রাজ্জাক, সাবেক কাউন্সিলর পৌর এলাকার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারি কুতুব উদ্দিন বিশ্বাস, নুরুজ্জামান চৌধুরী, বিএনপি নেতা এস এম বাবর আলী, এস এম শফিকুল ইসলাম, রেজাউদ্দৌলা নিজাম, সাবেক কাউন্সিলর আনিসুর রহমান, সাখাওয়াৎ হোসেন, গোলাম মোস্তফা বাবু, জামাল উদ্দিন, রেজাউল ইসলাম, সাবেক চেয়ারম্যান কে এম খলিলুর রহমান, হুমায়ুন কবীর, মকবুল হোসেন মুকুল, সৈয়দ জাফর হাসান লাবলু, মাস্টার আমানত আলী, জি এম মহিউদ্দিন, আলতাপ হোসেন প্রমুখ।

অপর দিকে সোমবার বিকালে যশোর -৬ আসনের উপ নির্বাচন উপলক্ষে সাতবাড়িয়া ও ত্রিমোহিনী ইউনিয়ানে ধানের শীষ প্রতীকের পথ সভা ও গণসংযোগ কালে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠণিক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, যশোর জেলা বিএনপির যুগ্ম সচিব দেলোয়ার হোসেন খোকন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিএনপি নেতা কেশবপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস।

এ সময় বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Top