আজ || সোমবার, ০৬ মে ২০২৪
শিরোনাম :
  তালায় ১১৫ জন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ       বৈষম্যের প্রতিবাদে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত       তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু       তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা       তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত    
 


কেশবপুরে চাকুরী ও চেক প্রতারনা মামলার বাদীকে প্রাননাশের হুমকী \ থানায় জিডি

মেহেদী হাসান জাহিদ, কেশবপুর প্রতিনিধি

চেক উদ্ধার ও চাকুরীর প্রলোভনে টাকা আতœসাতের পৃথক দুই মামলার বাদীকে প্রাননাশের হুমকীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাদী কেশবপুর উপজেলার হাড়িয়াঘোপ গ্রামের রজব আলী মোল্যার ছেলে আসলাম মোল্যা বিবাদীর বিরুদ্ধে গত ২৩ এপ্রিল-২২ কেশবপুর থানায় একটি সাধারন ডায়েরী করেছে। যার নং- ১০৫১

জিডিতে বাদী উল্লেখ করেন,বেতিখোলা গ্রামের মহাতাপ মোল্যার ছেলে বিবাদী সোহরাব হোসেন ও তার বাড়ী পাশাপাশি গ্রামে হওয়ায় তারা পূর্ব পরিচিত।সম্প্রতি প্রতারক সোহরাব হোসেনের বিরুদ্ধে যশোর আদালতে মোবাইল টাওয়ারে চাকরী দেবার নামে টাকা আতœসাৎ ও চেক প্রতারনার পৃথক দু’টি মামলা করায় সে বাদীকে বিভিন্ন সময় হুমকী-ধামকী দিয়ে আসছিল।

এর জের ধরে গত ২০-০৪-২২ সন্ধা রাতে বেতিখোলা বাজারস্থ বড়বাগের মোড়ে একা পেয়ে সে আমাকে প্রকাশ্যে মামলা তুলে না নিলে প্রানে মারার হুমকী দেয়। পরবর্তিতে জীবনের নিরাপত্তার কথা ভেবে গত ২৩-০৪-২২ সোহরাব হোসেনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি সাধারন ডায়েরী করেন।বর্তমানে সোহরাবের ভয়ে বাদী তার পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তহীনতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।

এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দীন বলেন,জিডি তদন্তে সত্যতা মিলেল বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হব।

 


Top