আজ || বুধবার, ২২ মে ২০২৪
শিরোনাম :
 


কেশবপুরের পল্লীতে অপরিকল্পিত মাছের ঘের নির্মান ৪টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা : আমন আবাদ ব্যাহত

কেশবপুরের পল্লীতে এক প্রভাবশালী ব্যাক্তি কালভার্টের মুখে বাধ দিয়ে পানি আটকে রেখে মাছেরঘের নির্মান করে মাছ চাষ করছেন। পানি নিষ্কাষনের পথ বন্ধ থাকায় পাশের ৪টি গ্রাম প্লাবিত হওয়ার আশাঙ্কা দেখা দিয়েছে। যে করনে উপজেলা হাসানপুর ইউনিয়নের খেজুরকান্দি বিল সহ বুড়িহাটি বারুইহাটী ঝিকরা পাত্রপাড়াসহ কয়েকটি গ্রামের বিলে আমন আবাদ ব্যহত হচ্ছে। এ বিষয়ে রোববার ইউপি সদস্য মজিবর রহমান সহ ভুক্তভোগী শতাধিক কৃষক উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার পাত্রপাড়া গ্রামের আমজাদ হোসেন সরকারি চাকরির পাশাপাশি ঘেরের ব্যবসা করছেন। তিনি উপজেলার হাসানপুর ইউনিয়নের বুড়িহাটি গ্রামের ওদ্দের বিলে পানি নিষ্কাশনের ৩ টি কালভার্ট বন্ধ করে মাছের ঘের নির্মান করেছেন। যে কারনে পার্শবর্তী বুড়িহাটি বারুইহাটী ঝিকরা পাত্রপাড়াসহ খেজুর কান্দির বিলে পানি বৃদ্ধি পেয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যার ফলে ওই সমস্ত বিলে কৃষকরা আমন ধান আবাদ থেকে বঞ্চিত হচ্ছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবিতে সংশ্লিষ্ট ইউপি সদস্য মজিবর রহমানসহ প্রায় শতাধিক জমির মালিক কৃষকরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্বে) ইরুফা সুলতানা বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


Top