আজ || সোমবার, ২০ মে ২০২৪
শিরোনাম :
 


কালিগঞ্জে নিরাপদ মৎস্য উৎপাদন কেন্দ্র পরিদর্শণ করলেন বিভাগীয় উপ-পরিচালক

‘মাছ চাষে গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক স্লোগানকে সমনে নিয়ে কালিগঞ্জে নিরাপদ মৎস্য উৎপাদন কেন্দ্র পরিদর্শণ করলেন বিভাগীয় উপ-পরিচালক নারায়ণ চন্দ্র মন্ডল।
৭ মার্চ শনিবার বিকাল ৪ টায় উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রমের এ নিরাপদ মৎস্য উৎপাদন কেন্দ্র পরিদর্শণ করেন। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, আঞ্চলিক মৎস্য কর্মকর্তা নৃডেন্দ্র নাথ বিশ্বস, জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, পানিয়া গ্রামের মৎস্য চাষি ও ইউপি সদস্য ফেরদাউস মোড়ল, সাংবাদিক সাজেদুল হক সাজু প্রমুখ। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ সরকার মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জনগণের আমিষের চাহিদা পূরণে দেশের জলাশয়গুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনার সিদ্ধান্তনিয়েছে। আমরা খাদ্যের চাহিদা পূরণ করেছি।
এখন দৃষ্টি পুষ্টির দিকে। তাই পরিকল্পিতভাবে মাছ চাষ করতে হবে। মাছের চেয়ে এত নিরাপদ আমিষ আর নেই।


Top