আজ || সোমবার, ০৬ মে ২০২৪
শিরোনাম :
  তালায় বন্ধ রয়েছে পল্লী বিদ্যুতের কার্যক্রম ॥  সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা         তালায় ১১৫ জন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ       বৈষম্যের প্রতিবাদে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত       তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু       তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা       তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন    
 


কলারোয়ায় সাংবাদিকের বাড়িতে ৭ ভরি গহনা সহ অর্ধলক্ষাধিক টাকা চুরি

সাতক্ষীরা কলারোয়ায় সাংবাদিকের বাড়িতে দিনদুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। জনবসতি এলাকায় ঘরের ছাউনি ও সিলিং খুলে প্রবেশ করে ৭ ভরি গহনা সহ অর্ধলক্ষাধিক টাকা চুরি করে নিয়ে গেছে চোর।

সোমবার দুপুরে পৌর সদরের সরকারি খাদ্য গোডাউন এলাকায় তুলসীডাঙ্গা এক নম্বর ওয়ার্ডে সাংবাদিক প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকীর বাড়িতে ওই চুরির ঘটনা ঘটে।
মুহা.আসাদুজ্জামান ফারুকী শার্শার সামটা সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার প্রভাষক এবং কলারোয়া থানা জামে’ মসজিদের খতিব ও ইমামের দায়িত্ব পালন করেন। একই সাথে তিনি দৈনিক “আলোকিত বাংলাদেশ” ও “প্রতিদিনের কথা” পত্রিকার উপজেলা প্রতিনিধি, “বাংলা খবর” এর জেলা প্রতিনিধি ও “কলারোয়া নিউজ”র সহ.সম্পাদক। একই সাথে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক জাতীয় ইমাম সমিতি কলারোয়ার সাধারণ সম্পাদক।
তিনি জানান- সোমবার দুপুর আনুমানিক ২টা থেকে আড়াইটার দিকে স্ত্রী-সন্তানসহ মোটর সাইকেল যোগে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যান, বিকেল সাড়ে চারটার দিকে বাড়িতে এসে ঘরে ঢুকে দেখেন ঘর তছনছ করা এবং আলমারি ও ওয়াডড্রপের তালা ভাঙ্গা। ড্রয়ারে থাকা গচ্ছিত প্রায় ৬০ হাজার টাকা, নিজের ও তার ছোট ভাইয়ের প্রায় ৭ ভরি সোনার গহনা খোয়া গেছে।

তিনি আরো জানান কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুরহান উদ্দিন,এস.আই ইসরাফিল,এস.আই সুবীর,এস.আই রুবেল,এ.এস.আই মফিজুল ইসলাম,এ.এস.আই তরুন কুমার সহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে মালামাল উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে রাস্তার ধারে জনবসতিপূর্ণ এলাকায় দিনদুপুরে এমন চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।


Top