আজ || বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
শিরোনাম :
  সাতক্ষীরার ২০টি শিক্ষা প্রতিষ্ঠান পেলো সততা সংঘের টাকা       তালায় ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন       তালায় ‘পাঠকবন্ধু’র ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত       তালায় বিশ্ব মা দিবসে স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় কাপ পিরিচ প্রতীকের শোভাযাত্রা       তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ    
 


উত্তরণের ওয়াশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও চাহিদা নিরুপণ সভা

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টায় বে-রকারী সংস্থা উত্তরণ এর আয়োজনে সাতক্ষীরা পৌরসভার দায়িত্বশীল প্রতিষ্ঠানের সাথে ওয়াশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও চাহিদা নিরুপণ সভা অনুষ্ঠিত হয়। নেদারল্যান্ড সরকারের অর্থায়নে, দাতা সংস্থা সিমাভীর সহায়তায়, ওয়াশ এসডিজি ফেজ-২ প্রকল্পের আওতায় সাতক্ষীরা পৌরসভার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহম্মেদ চিশতী। উত্তরণের সংশ্লিষ্ট প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর হাসিনা পারভীনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র ফারহা দীবা খান সাথী, পুরুষ কাউন্সিলরগণ, নারী কাউন্সিলরগণ, সহকারী প্রকৌশলী, বস্তি উন্নয়ন কর্মকর্তা, সচিব, ওয়াশ বিষয়ক সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী, ব্যবসায়ী, ইমাম, পুরোহিত, সাংবাদিক, প্রাকটিক্যাল একশন প্রতিনিধি, এইচপি প্রতিনিধিসহ অন্যান্যরা। সভায় পৌরসভার ৯টি ওয়ার্ডের ওয়াশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও চাহিদা নিরুপণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় “গ্রিন সাতক্ষীরা, ক্লিন সাতক্ষীরা” গঠনে সকলের সহযোগিতা কামনা করে দাতা সংস্থা সিমাভী ও বাস্তবায়নকারী সংস্থা উত্তরণ এর কার্যক্রমের প্রশংসা করেন সভার সভাপতিসহ অতিথিবৃন্দ।


Top