আজ || সোমবার, ০৬ মে ২০২৪
শিরোনাম :
  অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       তালায় বন্ধ রয়েছে পল্লী বিদ্যুতের কার্যক্রম ॥  সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা         তালায় ১১৫ জন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ       বৈষম্যের প্রতিবাদে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন       কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত       তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু       তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা    
 


উত্তরণের ওয়াশ ক্যাম্পিন এ্যাট কমিউনিটি লেভেল সভা অনুষ্ঠিত

দাতাসংস্থা সিমাভীর নেদারল্যান্ড সরকারের অর্থায়নে, বে-সরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ কর্তৃক বাস্তাবায়িত WASH SDG-WAI Bangladesh Sub programme Implementation Phase2 প্রকল্পের আয়োজনে ওয়াশ ক্যাম্পিন এ্যাট কমিউনিটি লেভেল অনুষ্ঠিত হয়।

বিভিন্ন শহর পর্যায়ে সমন্বয় কমিটি,ওয়াটসান কমিটি এবং মহিলা গ্রুপের স¤প্রদায়য়ের স্তরে জনসচেতনতা বৃদ্ধির সাথে নগরীর “অন্তর্ভুক্তি সামাজিক সংহতি যাত্রা অভিযান” উন্নত ওয়াশ সুবিধাসমূহ বৃদ্ধি করার জন্য বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকালে কলারোয়া পৌরসভায় ১নং ওয়ার্ড তুলসিডাংঙ্গা মাঠপাড়ায় উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন কলারোয়া পৌরসভায় মেয়র মোঃ মনিরুজ্জামান বুলবুল।

উত্তরণের প্রজেক্ট কোডিনেটর হাসিনা পারভীনের সঞ্চালনায় ও ১নং ওয়ার্ড কাউনসিলার জি.এম.শফিউল আলমের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র,পৗরসভার পুরুষ ও নারী কাউন্সিলরগণ, ওয়ার্ডের ওয়াটসান ওয়ার্ড লেভেল কোডিনেশন কমিটি, মা সমাবেশ কামটির সদস্য,টিএলসিসির ও ওয়াটসন সদস্যবৃন্দ,সাংবাদিকসহ অনেকে।


Top