আজ || রবিবার, ১৯ মে ২০২৪
শিরোনাম :
 


ইউরোপসহ ১২ দেশ থেকে বাংলাদেশে যাত্রী আনায় নিষেধাজ্ঞা

করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইংল্যান্ড ছাড়া পুরো ইউরোপ ও অন্যান্য অঞ্চলের ১২টি দেশ থেকে যাত্রী পরিবহন নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। যুক্তরাজ্য এ নিষেধাজ্ঞার আওতায় নেই।

আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেবিচক।

নিষেধাজ্ঞায় অন্য ১২টি দেশ হলো আর্জেন্টিনা, বাহারাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, সাউথ আফ্রিকা, তুরষ্ক ও উরুগুয়ে।

সিভিল এভিয়েশন থেকে আরও জানানো হয়েছে, এসব দেশ থেকে শুধু ট্রানজিট যাত্রী আনতে পারবে এয়ারলাইন্সগুলো। তবে অবশ্যই যাত্রীদের ট্রানজিটের পুরোটা সময় টার্মিনাল বিল্ডিংয়েই অবস্থান করতে হবে।

এ ছাড়া করোনার ভ্যাকসিন অথবা করোনা নেগেটিভ সার্টিফিকেট অবশ্যই যাত্রীদের দেখাতে হবে। দেশে ফেরার পর বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টিনও মানতে হবে যাত্রীদের।


Top