আজ || বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
শিরোনাম :
  সাতক্ষীরার ২০টি শিক্ষা প্রতিষ্ঠান পেলো সততা সংঘের টাকা       তালায় ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন       তালায় ‘পাঠকবন্ধু’র ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত       তালায় বিশ্ব মা দিবসে স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় কাপ পিরিচ প্রতীকের শোভাযাত্রা       তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ    
 


সাতক্ষীরায় রক্তদান কর্মসূচি, দুস্থ ও অসহায় প্রতিবন্দীদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ

সাতক্ষীরায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর(বিএনসিসি), সুন্দরবন রেজিমেন্ট, খুলনা এর আয়োজনে সাতক্ষীরায় র‌্যালী,রক্তদান কর্মসূচি, কম্বল ও স্বাস্থ সুরক্ষা সাম্রগী বিতরণ করা হয়েছে।

বৃহ: সকাল ১১ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সাম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে র‌্যালী, রক্তদান কর্মসূচি পালন, কম্বল ও মাস্ক বিতরণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা সুন্দরবন সদর দপ্তরের পিএসসি রেজিমেন্ট, লে: কর্ণেল হাসান মাহমুদ, খুলনা সুন্দরবন রেজিমেন্ট সদর দপ্তরের উপ অধিনায়ক মেজর মো. জসীম উদ্দীন, খুলনা সুন্দরবন রেজিমেন্ট সদর দপ্তরের ২১,বি এন সিসি ব্যাটালিয়ন কমান্ডার ক্যাপ্টেন এছাহক আলী, সেকেন্ড লে: প্লাটুন কমান্ডার মো. ছানোয়ার হোসেন, প্রমূখ।

এসময় ৩০০ অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে এস বিতরণ করা হয়।


Top