আজ || সোমবার, ২০ মে ২০২৪
শিরোনাম :
 


সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু

সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার কিছুটা কমলেও মৃত্যুর হার যেন কিছুতেই কমছেনা। জেলায় গত একদিনে করোনা উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (৭ জুলাই) সকাল থেকে আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়। এছাড়া, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮৩ জনের নমুনা পরীক্ষা শেষে ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ শতাংশ।

আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে সাতক্ষীরা মেডিক্যাল কলেজের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মানস কুমার মণ্ডল জানান, এনিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৯৫ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭৫ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত করোনা প্রতিরোধে সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।


Top