আজ || সোমবার, ২০ মে ২০২৪
শিরোনাম :
 


পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা  স ম ইউসুফ আলী সড়ক” উদ্বোধন করেন- এমপি বাবু 

পাইকগাছা প্রতিনিধি:-
খুলনার পাইকগাছায় “বীর মুক্তিযোদ্ধা এড. স ম ইউসুফ আলী সড়ক” উদ্বোধন শেষে তার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ জুম্মা সড়কের উদ্বোধন করেন খুলনা – ৬ সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। পাইকগাছা পৌরসভাধীন মডেল মসজিদের নির্মাণ কাজের জন্য ৬নং ওয়ার্ডস্থ কোর্ট প্রাঙ্গণ থেকে উপজেলা নির্বাচন অফিস পর্যন্ত সড়ক বন্ধ হয়ে যায়। জনদুর্ভোগ চরমে পৌঁছায়। দীর্ঘ প্রায় তিন বছর পর নানা জটিলতা কাটিয়ে এমপি বাবু, উপজেলা চেয়ারম্যান, মেয়র, উপজেলা নির্বাহী অফিসার সকালে প্রচেষ্টায় মডেল মসজিদের পাশ দিয়ে  নতুন এ পাকা  সড়ক নির্মাণ করা হয়। মুক্তিযুদ্ধে ও এলাকার উন্নয়নে অবদান রাখায় এই সড়কটির নামকরণ করা হয় ” বীর মুক্তিযোদ্ধা স ম ইউসুফ আলী সড়ক”। উদ্বোধন কালে  উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, এস এম তৈয়বুর রহমান ও কবিতা রানী দাশ, শিশু বিশেষজ্ঞ ডাঃ কওসার আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা স ম ইউসুফ আলীর ছেলে কৃষি ব্যাংক এর ম্যানেজার মোঃ হাদিস উজ্জামান, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, সরকারি কর্মকর্তা বাবলুর রহমান, সাবেক কাউন্সিলর আঃ আজিজ, ইউপি সদস্য কিংশুক রায়, যুবলীগের আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, শেখ রাজু, নাজমা কামাল, শফিকুল ইসলাম, ছাত্রলীগের রায়হান পারভেজ রনি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।


Top