আজ || বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
শিরোনাম :
  সাতক্ষীরার ২০টি শিক্ষা প্রতিষ্ঠান পেলো সততা সংঘের টাকা       তালায় ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন       তালায় ‘পাঠকবন্ধু’র ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত       তালায় বিশ্ব মা দিবসে স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় কাপ পিরিচ প্রতীকের শোভাযাত্রা       তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ    
 


উত্তরণের আয়োজনে চাকরি মেলা অনুষ্ঠিত

বে-সরকারী সংস্থা উত্তরণের আয়োজনে ও এডুকো’র আর্থিক সহায়তায় ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগষ্ট) সকালে শ্যামনগরের বরসা রিসোর্টে অনুষ্ঠিত মেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান ও মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা। উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উত্তরণ কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, জি.এম মাছুদুর রহমান, অলোক কুমার পাল, মোঃ আনিছুর রহমানসহ কাশিমাড়ী, বুড়িগোয়ালিনি, মুন্সিগঞ্জ ও গাবুরা ইউনিয়নের ট্রেনিংপ্রাপ্ত শিশু,শিক্ষক,অভিভাবক,শিশু সুরক্ষা কমিটির সদস্য ও চাকরিদাতা প্রতিষ্ঠান সমুহ। উক্ত চাকরি মেলায় একজন কোম্পানি, ২ জন মোবাইল সার্ভিসিং,২ জন ইলেকট্রিক হাউজ ওয়ারিং ও একজন টেইলরিং সপের মালিকসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
এ সময় তারা মোবাইল সার্ভিসিং, টেইলরিং ও ইলেকট্রিক হাউজ ওয়ারিং বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্ত এবং চাকরি করতে আগ্রহী ২৫ জন প্রশিক্ষণার্থীকে যাচাই বাছাইয়ের পর ২০ জনের বায়োডাটা গ্রহণসহ তাদের কাজের সুযোগ প্রদান করার আশ^াস প্রদান করেন। এছাড়াও আনিরা এন্টারন্যাশনাল লিঃ,নারায়নগঞ্জ, ঢাকার এই প্রতিষ্ঠান, উত্তরণ ২০২১ ও ২০২২ সালে যে সকল শিশুদের কারিগরি প্রশিক্ষণ প্রদান করেছে তাদেরকেও চাকরি প্রদানের সুযোগ দিবেন বলে জানান।
মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা বলেন, তার ইউনিয়নে যে সকল শিশুরা উত্তরণের মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করেছে তাদের কাজের জন্য কিছু সেলাই মেশিনসহ একটি নির্দিষ্ট ঘর তৈরী করে দিবেন। সেখানে বসে সবাই নিজেরমত কাজ করে আয় করতে পারবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, তার দপ্তরে ৫০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ প্রদানের সুযোগ রয়েছে। যদি কোন শিশুর পরিবার এই সহায়তা নিতে চান তাহলে তাদেরকে এই সহায়তা প্রদান করা যাবে।


Top