আজ || রবিবার, ১৯ মে ২০২৪
শিরোনাম :
 


আজও পড়ে মনে ।।আহনা ইসলাম।।

আজও পড়ে মনে
আহনা ইসলাম

আজও পড়ে মনে
সেই স্তব্ধ রাত,
নিস্তব্ধ কারাগার
আজও পড়ে মনে।

সাল ১৯৭১
১৪ ই ডিসেম্বর
কারাগারেই দিয়েছিলেন প্রাণ
নাম না জানা কত না কাউসার।

ওরে কাপুরুষ
ওরে ভীরু হানাদার সন্য
ছিল এই তোদের মনে
তোরা দেশকে করেছিলি মেধাশুন্য।

ওরে অত্যাচারী দোসর
কেন করলি তোরা খুন?
পারলি কি আটকাতে তোরা
শুন্য মেধার পূর্ণ।

ওরা ঘুমিয়ে আছে
পঞ্চাশ বছর হলো,
দেখতে পারিনি বিজয় ধীরেন্দ্রনাথ আর সেলিনার মতো বরেন্য

ওরা ঘুমিয়ে আছে
ওরা জানলো না বিজয়ের কথা
বাঙালির জীবনে আজও ওরা
স্মৃতির নকশি কাঁথা।

ওদের বুদ্ধিতে আজ ধরেছে পোকা
নিথর দেহ মিশেছে মাটির স্তৃপে
বাংলাদেশও আজ এগিয়েছে বহুদূর
ওরা পরিচিত আজ ‘বুদ্ধিজীবী’ নামে।


Top